১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সচেতন প্রবাসী সমাজ গড়ে তুলতে আমিরাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় প্রবাসীদের সচেতনতা বৃদ্ধি ও বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ফুজাইরা বাংলাদেশ সমিতির উদ্যোগে, বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের সহযোগিতায় এবং আমিরাত প্রশাসনের অংশগ্রহণে শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কফিল উদ্দিন বেলাল। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসুদ পারভেজ। যৌথ সঞ্চালনায় ছিলেন হেলাল নুর ও হামাদ মুহাম্মদ ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে আমিরাত প্রশাসনের পক্ষ থেকে সাইবার ক্রাইম, সামাজিক যোগাযোগমাধ্যম ও ট্রাফিক আইন বিষয়ে তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং এসব বিষয়ে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুজাইরা পুলিশের কমিউনিটি সুরক্ষা ও প্রতিরোধ বিভাগের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ সাঈদ আল হাশিমি। তিনি বলেন, “আমরা সবসময় বাংলাদেশ কমিউনিটিকে সহযোগিতা করে পাশে থাকতে চাই। আশা করি, আপনারাও আমাদের সঙ্গে থেকে অপরাধ প্রতিরোধে অংশীদার হবেন।”

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা অবলম্বন করা জরুরি। পাশাপাশি রাস্তা পারাপারসহ প্রতিটি ক্ষেত্রে আইনকানুন মেনে চলতে হবে।”