মালয়েশিয়ার মেলাকা রাজ্যে এক বাড়ি থেকে দুই বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পুলিশের উপস্থিতিতে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ঘটনার কিছুক্ষণ আগে ওই বাড়ি থেকে দুই যুবকের মধ্যে ঝগড়া ও চিৎকারের শব্দ শোনা যায়। পরে তাদের এক রুমমেট ঘরে ফিরে এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। নিহতরা নির্মাণ খাতে কাজ করতেন বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছিল। প্রায় ছয় মাস ধরে তারা ওই বাড়িতে একসঙ্গে ভাড়া থাকতেন।
রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফরেনসিক দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মেঝেতে একজন রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়েছিলেন, আরেকজন ঘরের ভেতর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় নাগরিক জুহাইলি জানান, নিহতদের একজনের ইন্দোনেশিয়ান স্ত্রী ছিলেন। প্রায়ই তাদের মধ্যে ঝগড়ার শব্দ শোনা যেত। তিনি মনে করেন, সেই মানসিক চাপ থেকেই এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।