১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসলামকে নির্মূল করতে চেয়েছিল আওয়ামী লীগ: হেফাজত নেতা ইসলামাবাদী

আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকে এ দেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরে হেফাজতে ইসলামের নতুন কমিটির পরিচিতি সভায় এ বক্তব্য দেন তিনি। জেলা শহরের সোনার বাংলা চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় ১৫১ সদস্যবিশিষ্ট নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়।

আজিজুল হক ইসলামাবাদী বলেন, হেফাজত রক্ত দিয়ে গণজাগরণ মঞ্চকে বিতাড়িত করতে পেরেছিল। আগামী দিনে হেফাজত নেতৃত্ব দেবে, বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে—এটাই আল্লামা আহমদ শফীর স্বপ্ন।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক শক্তিকে ধ্বংসের চেষ্টা করেছে, মসজিদ-মাদরাসা বন্ধ করতে চেয়েছে এবং ওলামায়ে কেরামদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন চালিয়েছে।

তিনি আরও বলেন, আগামী দিনে যেন আওয়ামী ফ্যাসিবাদি শক্তির মতো কোনো শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য হেফাজত অভিভাবকের ভূমিকা পালন করবে। তবে হেফাজত অরাজনৈতিক থাকবে।

সভায় সভাপতিত্ব করেন হেফাজতের জেলা কমিটির উপদেষ্টা আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হেফাজতের জেলা সভাপতি মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, সাধারণ সম্পাদক নুরুল আমিন কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জহিরুল ইসলাম এবং জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী