এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি ছাড়াই উৎসব করেছে সূর্যকুমার যাদবের দল।
অন্যদিকে মহৎ এক উদ্যোগ নিয়েছে এবারের এশিয়া কাপের রানার্সআপ পাকিস্তান। ম্যাচ হারলেও ফাইনালের ম্যাচ ফি পুরো পাকিস্তান দল উৎসর্গ করেছে অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় নিহতদের।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাকিস্তান ক্রিকেট দলের পেইজে জানানো হয়, ‘এশিয়া কাপের ফাইনালের ম্যাচ ফি পাকিস্তান ক্রিকেট দল ৭ মে-এর হামলায় নিহত নিরীহ ব্যক্তিদের উদ্দেশ্যে উৎসর্গ করেছে, যেখানে শিশু সহ বেসামরিক নাগরিকরা প্রাণ হারিয়েছিলেন। আমাদের সমবেদনা এবং প্রার্থনা তাদের পরিবারের সাথে রয়েছে।’
পাশাপাশি ম্যাচশেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ফাইনালের প্রত্যেক খেলোয়াড়ের ম্যাচ ফি ও ভারতের হামলায় ক্ষতিগ্রস্থ পরিবার ও শিশুদের মাঝে বিতরণের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ আর আমরা পুরো দল যে ম্যাচ ফি আছে সেটা যারা ভারতের আক্রমণে বেসামরিক মানুষ, শিশু যারা ক্ষতিগ্রস্হ হয়েছে তাদেরকে দান করছি।’
এশিয়া কাপজুড়েই ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ছিল বিতর্ক। ফাইনালেও দেখা গেছে সেই ঝাঁঝ। এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নিয়েই শিরোপা উৎসবে মাতে ভারত।
এ নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক সাইমন ডুল বলেন, ‘ এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে আমাকে জানানো হয়েছিল যে, ভারতীয় দল আজ তাদের পুরস্কার সংগ্রহ করবে না। এর ফলে এখানেই ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো।’