১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সৌদির কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সৌদি আরবের ক্রাউন প্রিন্স, ছবি: সংগৃহীত

সম্প্রতি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরের পর গুঞ্জন ওঠে—ইসলামাবাদ রিয়াদকে পারমাণবিক অস্ত্র দেবে। তবে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই গুঞ্জন নাকচ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সৌদি আরবের কাছে তারা কোনো পারমাণবিক অস্ত্র বিক্রি করছেন না।

১৭ সেপ্টেম্বর স্বাক্ষরিত ওই চুক্তির অধীনে, কোনো এক দেশ যদি তৃতীয় পক্ষের হামলার শিকার হয়, তবে সেটি উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। এ খবর প্রকাশ করেছে জিও নিউজ।

চুক্তি স্বাক্ষরের পেছনে কাতারে ইসরায়েলের হামলার প্রেক্ষাপট কাজ করেছে কি না—সাংবাদিক মেহেদি হাসানের এক প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, এই চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল।

এ সময় সাংবাদিকরা জানতে চান, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র দ্বারা সৌদি আরব কি সুরক্ষিত হচ্ছে কি না। উত্তরে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সৌদির সঙ্গে আমাদের সামরিক সম্পর্ক বহু পুরোনো। একসময় সেখানে পাঁচ-ছয় হাজার পাকিস্তানি সেনা অবস্থান করত। এখনও সৌদিতে আমাদের সামরিক উপস্থিতি রয়েছে।