২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

উৎসবমুখর পরিবেশে রাজধানীতে চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা

রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে চলছে আন্তর্জাতিক ইসলামী বইমেলা-২০২৫। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আয়োজিত এ মেলা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

গত ১৩ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

মেলায় মোট ১৫০টি স্টল বসেছে। এতে ইসলামিক ফাউন্ডেশন, দেশের স্বনামধন্য ইসলামী প্রকাশনী ছাড়াও মিশর, লেবানন ও পাকিস্তানের প্রকাশকরা অংশ নিয়েছেন। কুরআন-হাদিস, ইসলামি গবেষণা, সমকালীন চিন্তাধারা, শিশুতোষ সাহিত্য, ইতিহাস ও সাধারণ পাঠকদের জন্য নানা বিষয়ক বই সাজানো হয়েছে স্টলগুলোতে।

এবারের মেলায় প্রতিদিন থাকছে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক-পাঠক আড্ডা, ক্বিরাত ও হামদ-নাত পরিবেশনা। প্রকাশকদের দাবি, মুসান্নিফ গ্রুপের সহযোগিতায় এবারের আয়োজন আরও সুশৃঙ্খল ও বর্ণিল হয়েছে। বিদেশি প্রকাশকদের অংশগ্রহণে পাঠকেরা আন্তর্জাতিক মানের ইসলামী বই সংগ্রহ করতে পারছেন।