২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ

সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের ছিল: নাহিদ ইসলাম

সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের ছিল: নাহিদ ইসলাম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে দলটি। এ ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি।

এদিন দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, সফরসঙ্গী হওয়া রাজনৈতিক নেতাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের ছিল। এনসিপির মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে বিকেল ৪টায় শাহবাগে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, “সরকার তাদের সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিয়ে গেলেও সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না। তবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার ও প্রশাসনের। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে ও বিদেশে নানা তৎপরতা চালাচ্ছে। গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ, শহীদ পরিবার ও আহতদের লক্ষ্য করে হামলা, সাইবার জগতে নেতিবাচক প্রচার চালানোসহ সবকিছুই ধারাবাহিকভাবে হচ্ছে। নিউইয়র্কের ঘটনাটিকেও এর অংশ হিসেবে দেখতে হবে।