২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেওয়ার আহ্বান ঢাবি উপাচার্যের

জুলাই আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাবির সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা ২০২৫’র ফাইনাল অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ঢাবি উপাচার্য বলেন, দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের জাতীয় নীতি সম্পর্কে জানা প্রয়োজন। বিভাজনের রাজনীতি অস্থিরতা তৈরি করছে। আর এ কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকতে চায়।

এ সময় জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা মনে করিয়ে দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেয়ার আহ্বান জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ইস্যু মনে করিয়ে তিনি বলেন, ডাকসু নিয়ে যে পরিমাণ যুদ্ধ ও যন্ত্রণা মাথায় নিতে হয়েছে, তা কেবল শিক্ষার্থীদের জন্য।

এরপর প্রতিযোগিতা অনুষ্ঠানে ৪০টি জাতীয় নীতি সম্পর্কিত প্রজেক্ট তুলে ধরেন শিক্ষার্থীরা।