২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অবশেষে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো ফ্রান্স

এবার ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলো ফ্রান্স।

সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

নিউইয়র্কে জাতিসংঘের মঞ্চে ম্যাক্রোঁ বলেন, শান্তির সময় এসেছে। গাজ্জায় চলমান যুদ্ধের কোনো ন্যায্যতা নেই।

তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি গড়তে ব্যর্থ হয়েছে। এখনই দুই রাষ্ট্র সমাধানের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি।

একইসঙ্গে ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘে এক দিনের সম্মেলনের আয়োজন করে, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইসরায়েল-ফিলিস্তিন দুই রাষ্ট্র সমাধান। তবে জি–৭ এর সদস্য জার্মানি, ইতালি ও আমেরিকায় এ বৈঠকে অংশ নেয়নি।

ম্যাক্রো জানান, ফ্রান্সের পাশাপাশি বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যান্ডোরা ও সান মারিনোও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এর আগে ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল রোববার এই ঘোষণা দিয়েছিল।