২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আমরা আওয়ামী লীগের সেই কার্যক্রমগুলো নিষিদ্ধ করতে বলেছি, যেগুলো সহিংসতা সৃষ্টি করেছে, গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে, দেশের অর্থনীতি ও সামগ্রিক পরিস্থিতিকে নষ্ট করেছে। কিন্তু কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। এটা আমরা পরিষ্কারভাবে বলেছি।

এ সময় পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচনের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। কারণ, বাংলাদেশের প্রেক্ষাপটে এর কোনো প্রয়োজন নেই।

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের পিআর পদ্ধতির দাবিতে কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। আলোচনা শেষ হওয়ার আগেই কর্মসূচি দেওয়া মানে অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।

মির্জা ফখরুল আরও বলেন, এভাবে রাজপথে নামলেই সমাধান আসবে—এমন ধারণা ঠিক নয়। আমরা বড় রাজনৈতিক দল, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পট পরিবর্তনের পর কোনো ইস্যুতেই রাজপথে নামিনি। আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে।