অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকার আইন ও বিচারব্যবস্থায় এমন কিছু পরিবর্তন এনেছে যা পরবর্তী সরকার অব্যাহত রাখলে সাধারণ মানুষ সঠিক বিচার পাবে। আরও অনেক কাজ করা হয়েছে, যার সুফল ভবিষ্যতে দেশবাসী পাবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সিলেট মহানগরের গ্র্যান্ড সিলেট হোটেলে জারিকৃত আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, এই মাধ্যমে অনেকের মামলা ছাড়া কম সময় ও খরচে সমাধান হচ্ছে। মামলা করার আগে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতার কার্যক্রমের দ্বারস্থ হতে হবে। পরে চাইলে মামলায় যেতে পারবেন।
তিনি আরও বলেন, আমরা প্রায়ই শুনি—আপনারা কী করেছেন? শহীদের রক্তের ওপর আপনি এখানে বসেছেন, আমি আপনাকে এখানে বসিয়েছি। আমি তো ফুটবল খেলোয়াড় বা মঞ্চের অভিনেতা নই যে যা করছি তা সরাসরি দেখতে পারবেন। আমি অনেক কাজ করেছি যা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি।