২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আফগান শিবিরে বাঘের থাবা; এবার অপেক্ষা সমীকরণের

আফগানিস্তানের বিপক্ষে জয়ের মাধ্যমে এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। এখন বাংলাদেশের ভাগ্য ঝুলছে সুতোর ওপর। শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের ওপর নির্ভর করছে বাংলাদেশের সুপার ফোর আশা।

আলোচনায় বাংলাদেশের নেট রানরেট। হংকং ম্যাচে রানরেট বাড়িয়ে রাখতে না পারায় আক্ষেপে পুড়ছেন ক্রিকেটাররাও। সেদিন কয়েক ওভার আগে জিততে পারলে নেট রান রেট নিয়ে বাংলাদেশকে অতোটা ভাবতে হতো না।

তানজিদ তামিম অবশ্য অতীতকে সামনে টেনে আনতে চান না। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিয়ে আফসোস করতে চাই না। যেটা অতীত, সেটা হয়ে গেছে। এখন আমাদের সামনে যে সমীকরণটা থাকবে, সেটার দিকেই তাকিয়ে থাকব।’

গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নেট রান রেট ভাবনায় ছিল কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘অবশ্যই মাথায় ছিল। সুযোগ ছিল আমাদের। আমাদের দলের জন্য ভালো হতো হয়তো (ব্যবধান বড়) হলে। হয়নি, এখন কিছু করার নেই। কারণ, আমাদের ম্যাচ এটা জিততেই হতো। ম্যাচ জিতেছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার।’

তামিমের কাছে জানতে চাওয়া হয়, বড় টুর্নামেন্ট হলেই কেন বাংলাদেশকে সমীকরণ মেলাতে হয়। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কখনো এভাবে দেখি না। প্রতিটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। আগের ম্যাচটা হেরে গিয়েছি, কিছু বলার নাই ওই ম্যাচটা নিয়ে। কারণ, ম্যাচটা খুব বাজেভাবে হেরেছি। আমরা যখনই কোনো ম্যাচ খেলতে মাঠে যাই, ১০০ ভাগই দেওয়ার চেষ্টা করি।’