টাঙ্গাইল যৌনপল্লী থেকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় অভিযুক্ত।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। শাহ জনি টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়া এলাকার মো. ইসরাফিলের ছেলে।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌনপল্লী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা একাধিক মামলা রয়েছে, তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিমান্ডের আবেদন করা হয়নি।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে লাল মিয়া নামে একজন আহত হন। এ ঘটনায় লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ ২৩০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় শাহ জনি ৪১ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।