১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয়

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করে মাইকিং

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, তীরবর্তী এলাকায় রেড অ্যালার্ট জারি করে মাইকিং

নীলফামারীসহ তিস্তা তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে। রোববার সন্ধ্যায় লালমনিরহাটের দোয়ানী ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে রাত ৮টার দিকে তা আরও বৃদ্ধি পেয়ে ২৩ সেন্টিমিটার ওপরে পৌঁছে যায়।

হঠাৎ পানির এমন বৃদ্ধি ও ভাঙন দেখা দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রেড অ্যালার্ট জারি করে মাইকিং শুরু করেছে। ইতোমধ্যে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পশ্চিম ছাতনাই, টেপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি, গয়াবাড়ি, খালিশাচাপানী ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ঢুকেছে, বিস্তীর্ণ রোপা আমন খেত তলিয়ে গেছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড জানায়, ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে হঠাৎ পানির স্রোত বেড়েছে। ব্যারাজের সব কটি (৪৪টি) জলকপাট খুলে দেওয়া হয়েছে। বাঁধ রক্ষায় বালির বস্তা ও বাঁশ দিয়ে জোরেশোরে কাজ চলছে।