পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগোতে পারবে না।
শনিবার (২০ সেপ্টেম্বর) লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি বলেন, “পাকিস্তান ও ভারত এমন প্রতিবেশী, যাদের সহাবস্থান ছাড়া বিকল্প নেই। আমরা শত্রু থাকব নাকি ভালো প্রতিবেশী হব—সিদ্ধান্ত ভারতকে নিতে হবে।”
শেহবাজ শরীফ উল্লেখ করেন, পাকিস্তান ও ভারত ইতোমধ্যেই চারটি যুদ্ধ করেছে, যাতে ব্যয় হয়েছে কোটি কোটি ডলার। তার ভাষায়, “যুদ্ধের জন্য অপচয় হওয়া এই অর্থ স্কুল, হাসপাতাল, রাস্তাঘাট ও সাধারণ নাগরিকদের কল্যাণে ব্যয় করা উচিত ছিল।”
তিনি আরও বলেন, পাকিস্তান সবসময় ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী, তবে সেটা হতে হবে সমান শর্তে ও ন্যায্যতার ভিত্তিতে। “লাখো কাশ্মীরির রক্ত বৃথা যাবে না। পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনা চায়, তবে কেবল ন্যায্য শর্তে।”
শেহবাজ জোর দিয়ে বলেন, ন্যায্যতা ও পারস্পরিক শ্রদ্ধাই হবে দুই দেশের ভবিষ্যৎ সংলাপের পথনির্দেশক।
সংবাদসূত্র: জিও নিউজ