১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৬ দিনে এল ৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

চলতি ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে ৬৩ কোটি ২৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৭ হাজার কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৪ লাখ ডলার বা ১ হাজার ২২২ কোটি টাকার বেশি রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরের প্রথম ৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি ২৩ লাখ ডলার। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮ কোটি ৫৮ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৮ কোটি ১৭ লাখ ডলার।

এছাড়াও চলতি ডিসেম্বরের প্রথম ৬ দিনে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৩০ লাখ ডলার। আর এই সময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ১৭ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

এর আগে বিদায়ী নভেম্বরে দেশে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স।

সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩৬৭ কোটি ১০ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে প্রবাসীরা ১ হাজার ১৭৩ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছিলেন। অর্থবছর হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশ।