১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

৩০ হাজার হাফেজের মধ্যে দেশসেরা মুনাজ্জিদ

আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মেধাবী ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মুনাজ্জিদ।

মাত্র ১৩ বছর বয়সী হাফেজ মুনাজ্জিদ কটিয়াদী পৌরসদরের ভোগপাড়া গ্রামের ব্যবসায়ী মাসুম রানার একমাত্র ছেলে। বর্তমানে তিনি কিশোরগঞ্জের বত্রিশ মারকাযুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসায় অধ্যয়নরত।

জানা যায়, কটিয়াদী দাওয়াতুল হক কওমি মাদ্রাসা থেকে মাত্র ১৪ মাসে পুরো কুরআন হিফজ সম্পন্ন করেন মুনাজ্জিদ।

গত শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩০ হাজার হাফেজ অংশ নেন। তাদের মধ্য থেকে প্রথমস্থান অর্জন করে কটিয়াদীর এই মেধাবী কিশোর।

হাফেজ মুনাজ্জিদের পিতা মাসুম রানা বলেন, আমার ছেলে ১৪ মাসে কুরআনের হাফেজ হয়েছে। সে যেন দেশসেরা মাওলানা হতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।