২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

০১ সেপ্টম্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ইউরো বাংলা

আগামী ১ সেপ্টম্বর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে অনলাইন পত্রিকা ইউরো বাংলা টুয়েন্টিফোর ডটকম।

সোমবার (২৫ আগস্ট) বিষয়টি জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল আহাদ সালমান।

প্রত্রিকা প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে এই পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এই পত্রিকাকে প্রবাসীদের কণ্ঠস্বর হিসেবে পরিচালনা করব। তাদের অধিকার আদায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পত্রিকা।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য শুধু খবর দেওয়া নয়; বরং প্রবাসীদের জীবনযাত্রা, সাফল্য ও সংগ্রামকে সবার সামনে তুলে ধরা। একইসঙ্গে আমরা চেষ্টা করব স্বদেশের সংস্কৃতি ও ভাষাকে প্রবাস প্রজন্মের কাছে পৌঁছে দিতে।

পত্রিকাটি প্রাথমিকভাবে শুধুমাত্র অনলাইনে (www.eurobangla24.com) এই ঠিকানায় প্রকাশিত হবে।

পত্রিকার আনুষ্ঠানি যাত্রা উপলক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়ে।