১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির কারণে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে আজীবন বহিষ্কার করা হয়েছে। নাবিল জাবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় নাবিলকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৩০ জুন হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার ঘটনায় নাবিলকে সাময়িক বহিষ্কার করে একটি তদন্ত কমিটি গঠন করা। ওই কমিটির সুপারিশের আলোকে তাকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।

প্রসঙ্গত, গত ২৮ জুন নাবিলের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যসহ একটি স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।