১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হজের খরচ কমলো, তিনটি নতুন প্যাকেজ ঘোষণা

আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিমানভাড়া কমায় চলতি বছরের তুলনায় হজ পালনে খরচ কিছুটা কমবে। ন্যূনতম খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন। এ বছর সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল দুটি প্যাকেজ।

প্যাকেজের বিবরণ:
প্রথম প্যাকেজ: হারাম শরীফ থেকে ৫০০–৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে। এটি হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ।

দ্বিতীয় প্যাকেজ: হারাম শরীফ থেকে প্রায় ২ কিলোমিটারের মধ্যে আবাসন, প্রথম প্যাকেজের তুলনায় কিছুটা সাশ্রয়ী।

তৃতীয় প্যাকেজ: আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ সাশ্রয়ী প্যাকেজ, যার খরচ প্রায় সাড়ে চার লাখ টাকা।

সরকার জানিয়েছে, প্যাকেজগুলোতে আবাসন ও ভ্রমণ সুবিধার ভিন্নতার কারণে খরচে পার্থক্য হবে।