আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিমানভাড়া কমায় চলতি বছরের তুলনায় হজ পালনে খরচ কিছুটা কমবে। ন্যূনতম খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন। এ বছর সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল দুটি প্যাকেজ।
প্যাকেজের বিবরণ:
প্রথম প্যাকেজ: হারাম শরীফ থেকে ৫০০–৭০০ মিটারের মধ্যে হোটেল সুবিধা থাকবে। এটি হবে সবচেয়ে ব্যয়বহুল প্যাকেজ।
দ্বিতীয় প্যাকেজ: হারাম শরীফ থেকে প্রায় ২ কিলোমিটারের মধ্যে আবাসন, প্রথম প্যাকেজের তুলনায় কিছুটা সাশ্রয়ী।
তৃতীয় প্যাকেজ: আজিজিয়া এলাকায় আবাসন সুবিধাসহ সাশ্রয়ী প্যাকেজ, যার খরচ প্রায় সাড়ে চার লাখ টাকা।
সরকার জানিয়েছে, প্যাকেজগুলোতে আবাসন ও ভ্রমণ সুবিধার ভিন্নতার কারণে খরচে পার্থক্য হবে।