২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংস্কারের সময় মস্কোতে স্কুল ধস, নিহত ২

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি স্কুল ভবনে সংস্কারের সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। কংক্রিটের স্ল্যাব ধসে পড়ে অন্তত দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, মস্কোর পূর্বাঞ্চলে অবস্থিত স্কুলটিতে মেরামতকাজ চলাকালীন হঠাৎ ভবনের চারটি তলা ধসে পড়ে। এতে দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও একজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় স্কুলটিতে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। ফলে শিক্ষার্থীরা অক্ষত থাকলেও মর্মান্তিক এ ঘটনায় শোক নেমে এসেছে এলাকাজুড়ে।

ইতিমধ্যেই মস্কো সিটি প্রসিকিউটরের কার্যালয় ধসের কারণ অনুসন্ধানের জন্য প্রাথমিক তদন্ত শুরু করেছে।

সূত্র: আনাদুলু এজেন্সি।