১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আওয়ামী লীগ সরকারের শাসনামলকে ঘিরে গুমের অভিযোগের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক-সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (৮ অক্টোবর) সকালে প্রসিকিউশনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেওয়া হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল ওই আদেশ দেন।

গুমের দুই মামলায় অভিযোগ করা হয়েছে যে, বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশনের (টিএফআই) গোপন সেলে আটক রেখে তাদের ওপর নির্যাতন চালানো ও গুম করা হয়েছে।

একই সময়ে, ২০২৪ সালের জুলাই-আগস্টে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় দায়ের করা অন্য এক মামলায়, বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। মামলার অন্য আসামিদের মধ্যে ছিলেন মেজর মো. রাফাত বিন আলম মুন, ডিএমপির সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।