জুলাইয়ের গণ-গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।
রোববার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে শুক্রবার দিল্লির বাংলাদেশ মিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
এর আগে গত ১৭ নভেম্বর রায়ের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে পুনরায় চিঠি পাঠানো হবে। একই বিষয়ে রায়ের তিন দিন পরও তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ফেরত আনার জন্য ভারতের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হচ্ছে।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। এর আগে গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তিকে আশ্রয় দেওয়া ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে অবশ্যই বাংলাদেশের অনুরোধ বিবেচনায় নিতে হবে।
বিবিসি জানায়, এর আগেও বাংলাদেশ কয়েকবার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আনুষ্ঠানিক অনুরোধ জানালেও ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি।
পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ভারতকে চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।