আফগানিস্তানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প।
যুক্তরাষ্ট্রের ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রবিবার ও সোমবারের মধ্যরাতে খোলমের হিন্দু কুষ পর্বতাঞ্চলের মাজার-ই-শরীফ শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে এটি মাটির প্রায় ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। রাজধানী কাবুল থেকেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
স্থানীয় কর্তৃপক্ষ জরুরি সহায়তার জন্য সাধারণ মানুষের উদ্দেশে হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, মাত্র দুই মাস আগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে আরেকটি ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছিল।