২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

লিবিয়ার উপকূলে শরণার্থী বহনকারী নৌকায় আগুন; নিহত ৫০

লিবিয়ার উপকূলের কাছে সুদানের শরণার্থী বহনকারী একটি নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। নৌকাটিতে মোট ৭৫ জন শরণার্থী ছিলেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জাতিসঙ্ঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া ২৪ জন জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছে, ‘সমুদ্রপথে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঠেকাতে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

আইওএমের তথ্য অনুযায়ী, গত মাসে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে কমপক্ষে ৬৮ জন শরণার্থী ও অভিবাসী মারা যান এবং কয়েক ডজন নিখোঁজ হন। গত বছর ভূমধ্যসাগরে কমপক্ষে দুই হাজার ৪৫২ জন অভিবাসী বা শরণার্থী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। এটি শরণার্থীদের জন্য বিশ্বের অন্যতম প্রাণঘাতী রুটের মধ্যে একটি।

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটি ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী অভিবাসী বা শরণার্থীদের জন্য একটি ট্রানজিট রুটে পরিণত হয়েছে। দেশটিতে বর্তমানে প্রায় আট লাখ ৬৭ হাজার অভিবাসী অবস্থান করছে।

সূত্র : আল জাজিরা