চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী। এর আগে ১২ অক্টোবর নির্বাচন হওয়ার কথা ছিল।
অধ্যাপক আরিফুল হক জানান, প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন তিন দিন পিছিয়েছে। এ সময় তিনি আরও বলেন, ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
এতে অক্টোবর মাসে টানা দুই দিন চাকসু ও রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়।
চাকসু ও হল সংসদ নির্বাচনে এবার মোট ৯৩১টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ৪২৯ এবং হল সংসদে ৫০২টি মনোনয়ন জমা পড়ে। বিতরণ হয়েছিল ১ হাজার ১৬৪টি মনোনয়নপত্র।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার ৫৮ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন হয়েছে মাত্র ৬ বার। সর্বশেষ ষষ্ঠ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। তবে সেই নির্বাচনের এক বছর পর ছাত্রনেতা ফারুকুজ্জামান হত্যার ঘটনায় প্রশাসন চাকসু বন্ধ করে দেয়। এরপর থেকে দীর্ঘ তিন যুগ ধরে আর কোনো নির্বাচন হয়নি বিশ্ববিদ্যালয়ে।