১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের তহবিল বকেয়া, জাতিসংঘে শান্তিরক্ষা কার্যক্রমে বড় ধাক্কা

হঠাৎ আর্থিক সংকটে পড়েছে জাতিসংঘ। মূলত যুক্তরাষ্ট্র তাদের প্রদেয় অর্থ বকেয়া রাখায় এই সংকট দেখা দিয়েছে। ফলে আগামী কয়েক মাসে ৯টি শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী বাহিনী কমানো হবে। সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বর্তমানে যে পরিমাণ শান্তিরক্ষী আছেন তার প্রায় এক চতুর্থাংশকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ ছাড়া অনেক বেসামরিক কর্মীও চাকরি হারানোর ঝুঁকিতে থাকবেন।

জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমের সবচেয়ে বড় অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র। মোট বাজেটের প্রায় ২৬ ভাগ তারা দেয়। কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র ২.৮ বিলিয়ন ডলার বকেয়া রেখেছে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প গত আগস্টে ২০২৪ ও ২০২৫ সালের জন্য বরাদ্দকৃত ৮০০ মিলিয়ন ডলার শান্তিরক্ষা তহবিল বাতিল করেন। ২০২৬ সাল থেকে তারা সমস্ত শান্তিরক্ষা তহবিল বাতিল করার প্রস্তাব দিয়েছে।

এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ সুদান, কঙ্গো প্রজাতন্ত্র, লেবানন, কসোভো, সাইপ্রাস, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, পশ্চিম সাহারা, গোলান মালভূমি ও আবিয়াই অঞ্চলের শান্তিরক্ষা কার্যক্রম প্রভাবিত হবে। এর মধ্যে অনেক মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরাও আছেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানিয়েছেন, সংস্থা তার ৮০তম বার্ষিকীতে গুরুতর অর্থ সংকটে রয়েছে এবং কার্যকারিতা বৃদ্ধি ও ব্যয় হ্রাসের নতুন উপায় খুঁজছে।