১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে অভিযান, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাজ্যে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে অভিযান, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

যুক্তরাজ্যের হেরেফোর্ডশায়ারে অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে মুখোমুখি দুটি রেস্তোরাঁ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ কর্তৃপক্ষ। গ্রেপ্তারকৃত পাঁচজনই বাংলাদেশি নাগরিক। রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

হেরেফোর্ডের সেন্ট ওউন স্ট্রিটের ‘জলসাগর’ এবং ‘টেস্ট অব রাজ’ নামের রেস্তোরাঁয় ১১ ডিসেম্বর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্বে ছিল দেশটির ইমিগ্রেশন এনফোর্সমেন্টের কর্মকর্তারা।

জলসাগর রেস্তোরাঁ থেকে একজন বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়। অভিবাসন সম্পর্কিত অপরাধে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর ঠিক পাশে থাকা টেস্ট অব রাজ নামের রেস্তোরাঁ থেকে আরও চার বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের ভিসার মেয়াদ ফুরিয়ে গেছে। কিন্তু তারপরও তারা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। অন্য দুই বাংলাদেশিকে জামিনের শর্ত ভঙ্গে অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।