ঢাকা মেট্রোরেলে নতুন নিয়ম অনুযায়ী, কোনো যাত্রী স্টেশনে কার্ড স্ক্যান করে ভেতরে প্রবেশ করার পর ট্রেনে না চড়ে বেরিয়ে গেলে তাঁর কাছ থেকে ১০০ টাকা কেটে নেওয়া হবে।
এর আগে যাত্রীরা স্টেশনে প্রবেশের পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে কোনো ভাড়া দিতে হতো না। কিন্তু ২০ অক্টোবর থেকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই নিয়ম বাতিল করে নতুন জরিমানা ব্যবস্থা চালু করেছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার স্টেশনে গিয়ে এ–সংক্রান্ত নোটিশ দেখা গেছে।
এতে লেখা আছে, সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
ডিএমটিসিএলের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এখন থেকে স্টেশনের ভেতর দিয়ে ফ্রি এন্ট্রি বা এক্সিট নেওয়া যাবে না। গতকাল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে।
তবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, তিনি নতুন নিয়মটির বিষয়ে অবগত নন। তিনি জানান, আমরা এখন মেট্রোরেলের নিরাপত্তা বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছি।
এই নতুন নিয়মে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুকে ‘ঢাকা মেট্রোরেল হেল্পলাইন’ নামের একটি গ্রুপে নিয়মটি নিয়ে তিন হাজারের বেশি মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলেছেন, যদি কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বা জরুরি প্রয়োজনে বের হতে হয়, তাঁর কাছ থেকেও ১০০ টাকা কাটা অন্যায়।
একজন বেসরকারি চাকরিজীবী জানান, তিনি মঙ্গলবার তিন থেকে চার মিনিটের ব্যবধানে কারওয়ান বাজার স্টেশনে প্রবেশ করে বেরিয়ে যান, কিন্তু তাঁর কাছ থেকেও ১০০ টাকা কাটা হয়। এমনকি কার্ডে পর্যাপ্ত টাকা না থাকায় নতুন করে রিচার্জ করে জরিমানা পরিশোধ করতে হয়েছে।
যাত্রীরা এই সিদ্ধান্তকে “অযৌক্তিক” বলে মন্তব্য করে তা বাতিলের দাবি জানিয়েছেন।