১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মিশরে সহস্রাধিক হাফেজে কোরআনকে সংবর্ধনা

মিশরের গিজা প্রদেশের আস-সাফ শহরে আল-আজহার ইসলামিক সেন্টারের আয়োজনে ১ হাজার ৩০ জন কোরআনের হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) গিজার আল-গামাজা আল-কুবরা গ্রামে কেন্দ্রীয় ইসলামিক কমপ্লেক্সে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ধর্মীয় আবেগ ও গর্বের এক মহামিলন ঘটে।

অনুষ্ঠানে হাফেজদের বরণ করে নিতে তৈরি করা হয় একটি বিশেষ মর্যাদার করিডোর। সেখানে শত শত মানুষ দাঁড়িয়ে করতালি, সালাম ও দোয়ার মাধ্যমে হাফেজদের স্বাগত জানান। পুরো এলাকা ঈমানী আবেগে মুখরিত হয়ে ওঠে।

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেম ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাফেজদের অভিভাবকেরা সন্তানদের বুকে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত চোখে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া হাফেজদের মায়েরা মাথায় পরেন বিশেষ মুকুট, যাতে আরবিতে লেখা ছিল— “প্রথম হাজার হাফেজ।” এই প্রতীকী বাক্যটি ঐতিহাসিক সংখ্যাটিকে স্মরণীয় করে তোলে।

স্থানীয়রা জানান, এই আয়োজন শুধু সম্মাননা নয়, বরং এটি ধর্মীয় শিক্ষার মর্যাদা ও সামাজিক ঐক্যের প্রতীক। এটি পুরো সমাজে কোরআনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার বার্তা ছড়িয়ে দিয়েছে।

অনুষ্ঠানের শেষে সম্পূর্ণ কোরআন মুখস্থ করা শ্রেষ্ঠ ২১০ জন হাফেজকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়। অন্য হাফেজদের মধ্যে নগদ অর্থ পুরস্কার বিতরণ করা হয়।