১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদ্রাসায় ক্রিকেট চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি

দায়িত্ব গ্রহণের পর প্রথম সভাতেই বড় পদক্ষেপের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি। মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত বোর্ড সভায় ২৩টি স্থায়ী কমিটির প্রধান নির্বাচনের পাশাপাশি নতুন এক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়—মাদ্রাসা পর্যায়ে ক্রিকেট চালু করা।

সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে। সেখান থেকেও যদি কিছু ক্রিকেটার উঠে আসে, সেটার সুযোগ আমরা তৈরি করতে চাই।

তিনি আরও জানান, মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ছোট ফরম্যাটে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এখনও বিস্তারিত ঠিক হয়নি, তবে আমরা যেহেতু পরিকল্পনা নিয়েছি, ইনশাআল্লাহ বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট ফরম্যাটে হবে।

সূত্রে জানা গেছে, ১০ ওভারের ফরম্যাটে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করা হয়েছে। আসর থেকে মাগরিবের সময়ের মধ্যে খেলা শেষ করার পরিকল্পনাও রয়েছে।