১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে কারাগারে পাঠানো হয়েছে

আজাদী আন্দোলনের আমীর মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা থেকে পুলিশের মাধ্যমে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় তাকে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে আটক করে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে টঙ্গী পূর্ব থানা থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লা আল মামুন বলেন, ‘আতাউর রহমান বিক্রমপুরীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ রাখা হয়েছে।’

পারিবারিক সূত্রে জানা গেছে গত রাতে মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছিল।