১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিবিধ

ভেনেজুয়েলার জ্বালানি পেলে বিশ্বের ৫৫ ভাগ তেল উৎপাদন নিয়ন্ত্রণ করবে আমেরিকা: ট্রাম্প

ভেনেজুয়েলার জ্বালানি পেলে বিশ্বের ৫৫ ভাগ তেল উৎপাদন নিয়ন্ত্রণ করবে আমেরিকা: ট্রাম্প

ভেনেজুয়েলার জ্বালানির দখল পেলে বিশ্বের ৫৫ ভাগ তেল উৎপাদন নিয়ন্ত্রণ করবে আমেরিকা। শুক্রবার হোয়াইট হাউসে জ্বালানি প্রতিষ্ঠান এক্সনমোবিল, শেভরন ও কনোকোফিলিপস-এর নির্বাহীদের সাথে বৈঠকে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৈঠকে ভেনেজুয়েলার ভঙ্গুর জ্বালানি খাত পুনর্গঠন এবং তেল উৎপাদন রেকর্ড পর্যায়ে নিয়ে যেতে মার্কিন জ্বালানি প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি ভেনেজুয়েলার সাথে একযোগে কাজ করারও ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকান প্রতিষ্ঠানগুলো ভেনেজুয়েলার পেট্রোলিয়াম শিল্পে প্রবেশাধিকার ফিরে পেলে বিশ্বের অর্ধেকেরও বেশি তেল উৎপাদন আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে।

প্রসঙ্গত, গত শতাব্দীর সত্তরের দশকে ভেনেজুয়েলা দিনে ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করতো। তবে বিগত কয়েক দশকের অব্যবস্থাপনায় বর্তমানে তা বৈশ্বিক সরবরাহের মাত্র এক শতাংশে নেমে এসেছে। তারপরও বিশ্বের বৃহত্তম তেলের মজুদ দেশটিকে বিশাল সুযোগ হিসেবে দেখছে ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মজুদ আছে লাতিন আমেরিকার এই দেশটিতে।

গত সপ্তাহে (৩ জানুয়ারি) ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক নিয়ইয়র্কে তুলে নিয়ে আসে মার্কিন সামরিক বাহিনী। ভেনেজুয়েলা থেকে মাদক পাচার রোধ করতেই এই অভিযান চালানো হয়েছে বলে যে যুক্তি দাঁড় করিয়েছে মার্কিন প্রশাসন, তা ধোপে টিকছে না বিশ্লেষকদের কাছে। দেশটির তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই যে নজিরবিহীন এই হামলা চালিয়েছে মার্কিনিরা- তা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে।