ভারতের মধ্যপ্রদেশে বিজয়া দশমীর আনন্দ মুহূর্ত রূপ নিল শোকে। দুর্গা বিসর্জনের সময় দুটি আলাদা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন, যাদের মধ্যে ১০ জনই শিশু।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুর্গাপূজার শেষদিন ছিল।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্যপ্রদেশের উজ্জানের ইঙ্গোরিয়াতে একটি ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন ভক্তরা। ওই সময় ট্রাক্টরটি রেলিংয়ে ধাক্কা খেয়ে চাম্বাল নদীতে পড়ে যায়। ১২ বছর বয়সী এক শিশু ভুল করে ট্রাক্টরটি চালু করে ফেললে এ ঘটনা ঘটে। ওই সময় নদীতে পড়ে যায় ১২ শিশু। এরমধ্যে দুজন প্রাণ হারায়। এছাড়া এক শিশু এখনো নিখোঁজ আছে। তার খোঁজে এখন আশপাশে অভিযান চালাচ্ছে পুলিশ।
