১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেলজিয়ামের প্রধানমন্ত্রীর ওপর ড্রোন হামলার ষড়যন্ত্র; গ্রেপ্তার ৩

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভার এবং অন্যান্য রাজনীতিকদের ওপর ড্রোন দিয়ে বোমা হামলার পরিকল্পনার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এই অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অ্যান ফ্রানসেন। খবর আল জাজিরার। 

প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজনদের বিরুদ্ধে ‘সন্ত্রাসী হত্যাচেষ্টা’ ও ‘সন্ত্রাসী সংগঠনের কর্মকাণ্ডে অংশগ্রহণের’ অভিযোগে তদন্ত চলছে। তবে, তিনজনের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দুইজনকে শুক্রবার (১০ অক্টোবর) আদালতে তোলা হচ্ছে। 

বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর ফ্রানসেন বলেন, অভিযুক্তরা জিহাদি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল। এ ছাড়াও তারা এমন একটি ড্রোন তৈরি করার পরিকল্পনা করেছিল, যা বিস্ফোরক বহনের সক্ষম। 

নিরাপত্তা বিবেচনায় ওই অভিযুক্তদের নাম-পরিচয় জানানো হয়নি। তবে, প্রধানমন্ত্রী ডে ভেভারকেই লক্ষ্য করা হয়েছিল বলে সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে ইঙ্গিত পাওয়া গেছে।

বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ম্যাক্সিম প্রেভো এক্স-এ লিখেছেন, প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভারকে লক্ষ্য করে পরিকল্পিত হামলার খবরটি অত্যন্ত হতবাক করার মতো। আমি প্রধানমন্ত্রী ও তার পরিবারের প্রতি সহানুভূতি জানাই এবং নিরাপত্তা ও বিচার বিভাগীয় সংস্থাগুলোর দ্রুত পদক্ষেপের প্রশংসা করছি, যা ভয়াবহ বিপর্যয় প্রতিরোধ করেছে।

স্থানীয় পত্রিকা গাজেট ভ্যান আন্টওয়ার্পেন জানিয়েছে, পুলিশের অভিযানে ডে ভেভারের বাসভবনের কয়েকশ মিটার দূরের একটি ভবন থেকে বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

গাজেট ভ্যান আন্টওয়ার্পেন আরও জানায়, প্রধানমন্ত্রী ডে ভেভার এর আগেও হুমকির মুখে পড়েছিলেন। চলতি বছরের শুরুর দিকে তার ওপর হামলার প্রস্তুতির অভিযোগে ৫ জনকে দোষী সাব্যস্ত করেছিল একটি বেলজিয়ান আদালত।