দীর্ঘ পাঁচ মাস পর ভারতীয় শিখ তীর্থযাত্রীদের জন্য ভিসা ইস্যু করেছে পাকিস্তান। শনিবার (১ নভেম্বর) পাকিস্তান হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়, গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত উৎসবে অংশ নিতে ২১০০ জনেরও বেশি ভারতীয় শিখকে ভিসা দেওয়া হয়েছে।
নানকানা সাহিবে অনুষ্ঠিতব্য এ উৎসব মঙ্গলবার থেকে শুরু হবে। শহরটি পাকিস্তানের লাহোর থেকে প্রায় ৮৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের জন্মস্থান হিসেবে পরিচিত।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুই দেশের সীমান্তে মে মাসে সংঘর্ষের পর এটাই প্রথমবারের মতো বড় কোনো তীর্থ সফর অনুমোদন দেওয়া হলো। সেই সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হন, যা ১৯৯৯ সালের পর সবচেয়ে ভয়াবহ হিসেবে বিবেচিত।
তৎকালীন হামলা, মিসাইল ও ড্রোন আক্রমণের পর সীমান্তে সাধারণ যাতায়াত বন্ধ হয়ে যায়। তবে এবার ধর্মীয় অনুষ্ঠানের কারণে সীমিত পরিসরে ভিসা প্রদান করা হলো।
সূত্র: আরব নিউজ