২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবার কাছে পড়েই হাফেজ ছোট্ট শিশু রায়হান

একজন বাবার স্বপ্ন, শ্রম আর সন্তানের অধ্যবসায়—এই তিনের এক অসাধারণ মেলবন্ধনের নাম ছোট্ট শিশু আবু রায়হান। মাত্র ক’বছরের শিশুটি সম্পূর্ণ কুরআন বুকে ধারণ করেছে নিজের বাবার হাত ধরেই।

কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের সন্তান আবু রায়হান এখন একজন পূর্ণ হাফেজ। তার এই অর্জনের নেপথ্যে আছেন তার নিজের শিক্ষক, অভিভাবক ও পথপ্রদর্শক—বাবা হাফেজ দেলোয়ার হুসাইন।

দেলোয়ার হুসাইন কুমিল্লা শহরের বজ্রপুর এলাকায় অবস্থিত মিফতাহুল জান্নাহ ইসলামিক একাডেমির পরিচালক। তিনি ছেলেকে শুরুতে নূরানী কায়দা শেখান, পরে ধাপে ধাপে কোরআন হিফজ করান। কোনো মাদরাসায় পাঠানো হয়নি আলাদা করে—ঘরেই হয়েছে পুরো পথচলা।

রায়হানের চাচা, হাফেজ মাওলানা সোলাইমান সাদী বলেন, “শিশু বয়স থেকেই রায়হানের মধ্যে আলাদা মনোযোগ ছিল। সে যেমন ভদ্র, তেমনি মেধাবী। বাবার কাছ থেকেই একনিষ্ঠভাবে শিখেছে সব কিছু।”

হিফজ সম্পন্ন করার দিন পরিবার ও স্থানীয় মানুষের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। গত রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় আলেমদের উপস্থিতিতে রায়হানের মাথায় পরানো হয় সম্মানজনক হিফজের পাগড়ি।

পরিবারের প্রত্যাশা—আবু রায়হান কেবল একজন হাফেজ নয়, ভবিষ্যতে হবেন এক আলোকিত আলেম, যিনি দেশ ও জাতির জন্য নিবেদিত থাকবেন। সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবার-পরিজন।