ঢাকার বাড্ডায় ৩.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার মাত্র এক সেকেন্ড পর নরসিংদীতে আবারও ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (২২ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্প হয়েছে। প্রথমটি অনুভূত হয় ঢাকার বাড্ডায়, মাত্রা ছিল ৩.৭। এক সেকেন্ড পর নরসিংদীতে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। তবে দ্বিতীয় ভূমিকম্পটির উৎসস্থল সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
এরও আগে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে দুই শিশুসহ কমপক্ষে ১০ জনের মৃত্যু ঘটে। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।