১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ইস্যুতে চাপে জয় শাহ, বৈঠকে বসছেন ভারতীয় বোর্ডের সঙ্গে

টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মাঝে এবার সমাধানের পথ খুঁজছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। বাংলাদেশ দলের ভারতে সফর নিয়ে তৈরি হওয়া জটিলতা নিরসনে আগামীকাল রোববার বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন আইসিসি চেয়ারম্যান। ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে ম্যাচের ফাঁকে এই বৈঠক আয়োজনের কথা- এমনটাই জানিয়েছে এনডিটিভির প্রতিবেদন।

আইসিসির কাছে বাংলাদেশ দুই দফায় চিঠি পাঠিয়েছে। সেখানে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয় এবং বিকল্প হিসেবে শ্রীলঙ্কার নামও উল্লেখ করা হয়।

এখন পর্যন্ত এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো জবাব দেওয়া হয়নি।

এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় বোর্ড কর্মকর্তাদের সঙ্গে জয় শাহ সাক্ষাৎ করবেন চলমান সমস্যার সমাধান খুঁজে বের করতে। জয় শাহ ভাদোদরায় বিশেষ আমন্ত্রণে উপস্থিত থাকবেন ভারতের ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে।

সেখানে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানা যাবে। তবে এই বিষয়ে দ্রুত সমাধান পাওয়াটা সহজ নয়, বলে জানাচ্ছে এনডিটিভির প্রতিবেদন। বাংলাদেশ বোর্ডের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে এমন একটি পথ খুঁজে বের করাই এখন বড় চ্যালেঞ্জ।

উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।