১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে আসছেন বিশ্বের শীর্ষ ৬ আলেম

আগামী নভেম্বরে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনে অংশ নিতে বাংলাদেশ সফরে আসছেন ভারত, পাকিস্তান ও সৌদি আরবের একাধিক শীর্ষ আলেম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মুফতী ইমরানুল বারী সিরাজী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তার দেয়া তথ্য অনুযায়ী আমন্ত্রিত অতিথিরা হলেন, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী, জমিয়তে উলামায়ে হিন্দের অপরাংশের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি এবং সৌদি আরবের মাওলানা ওমর হাফিজ মাক্কী ও মাওলানা আবদুর র‌উফ মাক্কী।

এই সম্মেলনটি খতমে নবুওয়ত পরিষদ ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের তত্ত্বাবধানে যৌথভাবে আয়োজিত হচ্ছে।

খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও মধুপুরের পীরের ছেলে মাওলানা উবাইদুল্লাহ কাসেমী গণমাধ্যমকে বলেন, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় এই আন্তর্জাতিক সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এতে দেশ-বিদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলার এবং ধর্মীয় নেতা অংশগ্রহণ করবেন।