ফ্রান্সের প্যারিসে নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস ২০২৫।
শ্রীনগর বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ফ্রান্সের উদ্যোগে লা কোনর্ভের বিডি কমিউনিটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজাউল রহমান বিপুল ও হাওলাদার রিপন ইকবাল। স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রবাসে নতুন প্রজন্মের মাঝে তা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রুহুল আমিন।
মাসুদ খান ও শেখ শরিফের সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্থানীয় বাংলাদেশী শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন দর্শকেরা।
শহিদুল ইসলাম বাবু, পলাশ আহসানসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রবাসীদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।