রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রস্তুত হয়েছে মঞ্চ। রাত পোহালেই শুরু হবে কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে মহাসম্মেলন।
শুক্রবার (১৪ নভেম্বর) মঞ্চ প্রস্তুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহাসম্মেলনের মিডিয়া সমন্বয়ক মাওলানা আফসার মাহমুদ।
তিনি জানান, আগামীকালের মহা-সম্মেলনের প্রারম্ভিক সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। মঞ্চসহ অন্যান্য সকল প্রয়োজনীয় কাজও শেষ হয়েছে।
ফেসবুক পোস্টে তিনি লিখেন, এখন শুধু কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত শেষ হলে দেশের সর্বস্তরের আলেম-উলামা এবং আশেকে রাসূলগণ দলমত নির্বিশেষে এই সম্মেলনে উপস্থিত হবেন, ইনশাআল্লাহ।
“আমার আন্তরিক আশা— এই মহা-সম্মেলন থেকে উম্মাহর নেতৃবৃন্দ কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে এমন কর্মসূচি ও দিকনির্দেশনা প্রদান করবেন, যা মুসলিম সমাজকে কাদিয়ানী ফেৎনা থেকে হেফাজত করবে এবং জাতিকে ঐক্যের পথে পরিচালিত করবে। আশা করছি— আগামীকাল আমরা নেতৃবৃন্দকে ধর্মীয় বিষয়ে বিদ্যমান বিভ্রান্তি ও ফেতনা দূরীকরণে শান্তিপূর্ণ, সুপরিকল্পিত উদ্যোগের ভিত্তি স্থাপন করতে দেখবো।”
“আল্লাহর কাছে খাসভাবে দু’আ করি, যেনো কোনো অবস্থাতেই আমরা দায়িত্বহীনতার শিকার না হই এবং আমাদের প্রচেষ্টা যেনো স্থায়ী ও ফলপ্রসূ হয়। আল্লাহ আমাদেরকে ঈমান, সাহস ও প্রজ্ঞায় সমৃদ্ধ করুন এবং এই মহা-সম্মেলনকে পরিপূর্ণ সফলতা দান করুন, আমীন।”