১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসী ভোট নিবন্ধন ৪ লাখ ১১ হাজার ছাড়িয়েছে

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৪ লাখ ১১ হাজার ৯০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ করবেন তারা। এর মধ্যে ৩ লাখ ৮৪ হাজার ৯২৮ জন পুরুষ এবং ২৬ হাজার ১৬১ জন নারী।

সোমববার দুপুর ২টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, নিবন্ধিতদের মধ্যে এখনও ৬ হাজার ৭৫৯ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আর নিবন্ধন অনুমোদিত হয়েছে ৪ লাখ ৪ হাজার ৫৮৯ জনের।

প্রসঙ্গত, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি।

এক্ষেত্রে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতরা এ ব্যবস্থায় ভোট দিতে পারবেন। এজন্য অ্যাপে নিবন্ধন করতে হবে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।