প্রবাসীদের অধিকার নিশ্চিতে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। পর্তুগালের লিসবনে প্রবাসী সংগঠন কাজা দো বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী লিসবনের দিজাজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা রানা তাসলিম উদ্দীন, আব্দুল হাকিম মিনহাজ, মাসুম আহমদ, ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন সাঈদ, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, ডাল্টন জহির, জামিল আকবর শামীম, জামাল আহমদ, শামিম আহমদ, আশরাফ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশে জনস্বার্থমূলক মামলা, পরিবেশ রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় বিশেষ অবদান রেখে আসছেন। বিশেষ করে নদী, খাল, পাহাড়, বনভূমি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় তার নিরলস সংগ্রাম দেশ-বিদেশে প্রশংসিত। প্রবাসীরা আশা প্রকাশ করেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের অধিকার রক্ষা ও সমস্যার সমাধানেও তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
আইনজীবী মনজিল মোরসেদ তার বক্তব্যে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসীরা দেশের রেমিট্যান্স নির্ভর অর্থনীতিকে সচল রাখছেন এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, বাংলাদেশে প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে হলে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের কোনো বিকল্প নেই। তাদের সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
অনুষ্ঠান শেষে প্রবাসীরা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর পতাকা তলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।