আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহজতর করা এবং তাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দাবি নিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো ‘পলিসি ফর গুড গভরনেন্স ইউকে’র সেমিনার।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেসক্লাবের সেমিনার কক্ষে আয়োজিত এ সভায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
পলিসি ফর গুড গভরনেন্সের কো-অর্ডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। প্যানেল আলোচনায় অংশ নেন ব্যারিস্টার মাহাবুবুর রহমান, ব্যারিস্টার মেহনাজ মান্নান, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন, রাজনীতিবিদ নাসির আহমেদ শাহিন ও নাজমুল হুদা সাগর। তাঁরা নির্বাচন কমিশনের নেওয়া বিভিন্ন উদ্যোগ ও চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন।
আলোচকেরা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হলে ভোট প্রদানের প্রক্রিয়া জটিল করা যাবে না। সহজ, স্বচ্ছ ও সময়োপযোগী ব্যবস্থা ছাড়া প্রবাসীদের ভোটাধিকারের বাস্তব মূল্য থাকে না। নির্বাচন কমিশনকে এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। প্রবাসীদের ভোট প্রদান সহজতর না হলে ভোটাধিকারের মূল্য নেই।
সেমিনারে আরও বক্তব্য দেন ব্যারিস্টার মাহাবুব তোহা, ব্যারিস্টার কানিশ ফাতেমা, ডালিয়া লাকুরিয়া, সাইফুল ইসলাম মিরাজ, আরিজ আহমেদ, ব্যারিস্টার ইফতেখার রনি, ব্যারিস্টার ফয়সল আহমদ, ব্যবসায়ী ফারুক হোসেন, আলাউদ্দিন রাসেল, শেখ সোহেল মিয়া, সাংবাদিক আব্দুল কাদের জিলানী, জান্নাতুন নেসা চয়ন, লাভলী বেগম, শেখ মাঝহারুল ইসলাম সোহান, মহিউদ্দিন আহমেদ, ইফরাদ হোসেন, মাজেদুর রহমান রুনু, মো. সাইফুদ্দিন, মারুফ গিয়াস বাপ্পি, আমিনুল হাসান, মাকসুদুর রহমান, তুহিন মোল্লা, সাংবাদিকসহ আরও অনেকে।