১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের ভোটার নিবন্ধনে হিড়িক; এ পর্যন্ত নিবন্ধন ৮৫,৯১২ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে শুরু হয়েছে ব্যাপক সাড়া।

ইসি’র ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট অনুযায়ী, শনিবার বিকেল পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৮৫ হাজার ৯১২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৭২ হাজার ১৩৯ জন পুরুষ এবং ১৩ হাজার ৭৮৬ জন নারী ভোটার।

দেশভিত্তিক নিবন্ধন: যুক্তরাষ্ট্র: ১৬,৮২৪, দক্ষিণ কোরিয়া: ৯,২৬৫, কানাডা: ৮,০২১, জাপান: ৬,৭০৭, অস্ট্রেলিয়া: ৭,০৫৯, দক্ষিণ আফ্রিকা: ৪,৬৬৬।

সম্প্রতি ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ সাতটি দেশে নিবন্ধন সাময়িকভাবে বন্ধ থাকলেও আজ থেকে আবার চালু হয়েছে।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন। ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধন চলছে।

বিদেশে ব্যালট পাওয়ার জন্য সঠিক ঠিকানা প্রদান বাধ্যতামূলক। ভোটারদের দেশভিত্তিক মোবাইল নম্বর ব্যবহার করে অ্যাপে নিবন্ধনের সব কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে।