১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

লাতিন আমেরিকার দেশ পেরুতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) দেশটির আরেকিপা অঞ্চলে একটি যাত্রীবাহী বাস ২০০ মিটার গভীর খাদে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, হাইওয়েতে বাসটির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩৬ জন মারা যান, হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত ২৬ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে পেরুতে এটি সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।