১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি প্রক্রিয়াধীন, খসড়া প্রস্তুত

পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি প্রক্রিয়াধীন, খসড়া প্রস্তুত

প্রায় এক বছরের আলোচনার পর পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক একটি ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির খসড়া তৈরি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদনবিষয়ক মন্ত্রী রেজা হায়াত হাররাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত দুই বছরে মধ্যপ্রাচ্য ও আশপাশের অঞ্চলে যে অস্থিরতা ও সংঘাত বেড়েছে, তা মোকাবিলায় এই তিন দেশ একজোট হতে চাইছে বলে ধারণা করা হচ্ছে।

গত বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজা হায়াত হাররাজ বলেন, গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে যে দ্বিপক্ষীয় চুক্তি হয়েছিল, আলোচ্য চুক্তিটি তা থেকে আলাদা। তবে চুক্তিটি চূড়ান্ত করতে তিন দেশেরই ঐকমত্য প্রয়োজন।

তিনি বলেন, ‘পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের এই ত্রিপক্ষীয় চুক্তিটি প্রক্রিয়াধীন। খসড়াটি তিন দেশের কাছেই আছে। গত ১০ মাস ধরে এ নিয়ে আলোচনা চলছে। এখন তিনটি দেশই বিষয়টি নিয়ে পর্যালোচনা করছে।’

এদিকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গতকাল বৃহস্পতিবার ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন। সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবর নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্বীকার করেন যে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।

আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দিয়ে হাকান ফিদান বলেন, পারস্পরিক অবিশ্বাসের কারণেই ‘ফাটল ও সমস্যা’ তৈরি হয়। এতে বাইরের শক্তি প্রভাব বিস্তারের সুযোগ পায় এবং সন্ত্রাসবাদ ও যুদ্ধের কারণে অস্থিরতা বাড়ে। এসব সংকট কাটাতে আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিশ্বাস স্থাপন জরুরি।

নিরাপত্তা ইস্যুতে আঞ্চলিক দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলো একে অপরের ওপর আস্থা রাখতে পারলেই আঞ্চলিক সমস্যা সমাধান সম্ভব।

ফিদান আরও বলেন, ‘আপাতত বৈঠক ও কথাবার্তা চলছে, কিন্তু আমরা এখনো কোনো চুক্তিতে সই করিনি।’

পাকিস্তান বা সৌদি আরবের নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চান একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি হোক, যা এই অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বাড়াবে।