১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নত করার চেষ্টা চলছে। বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সম্প্রতি সৌদি আরবের জেদ্দায় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছি। সম্পর্ক উন্নত করার বলতে বোঝানো হচ্ছে—স্বাভাবিক সম্পর্ক স্থাপন। গত এক বছরে অনেক কিছুই স্বাভাবিক হয়েছে। আরও কিছু কার্যক্রম করা যেতে পারে, এগুলোর অগ্রগতি হলে তা সবাই জানবেন।”

গত সপ্তাহে দুই দফা টেলিফোনে কথা হয়েছে ইসহাক দার ও তৌহিদ হোসেনের মধ্যে। এরপর চলতি সপ্তাহের রোববার জেদ্দায় সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র উপদেষ্টা চীনের সঙ্গে সামরিক ড্রোন কারখানা স্থাপনের জি-টু-জি (গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট) ভিত্তিক পরিকল্পনার প্রসঙ্গেও মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যা কোনো পক্ষের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি ঘটাবে। সবই ব্যালেন্স বজায় রেখেই করা হবে। আমাদের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে হবে। এয়ারফোর্সের অনেক এয়ারক্রাফট পুরনো এবং অনেকগুলো সার্ভিসেবল অবস্থাতেও নেই। তাই কিছু ক্রয় করা প্রয়োজন। কোন দেশ থেকে কতটি আনা হবে—এ বিষয়ে যথাযথ আলোচনা হচ্ছে।”

ভারতে বাংলাদেশের তিনটি মিশনে ভিসা বন্ধ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “অন-অ্যারাইভাল ভিসা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। তবে বাংলাদেশের ভিসা একেবারেই বন্ধ হয়নি। নির্বাচনের সময়ে কেউ খারাপ উদ্দেশ্যে দেশে প্রবেশ বা বিচরণ করতে না পারে, এজন্য এই সিদ্ধান্ত।”

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব এবং আনুষ্ঠানিক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে কাজ করছে। রাষ্ট্রদূতকে ডেকে আপত্তি জানানো হয়েছে। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা করছেন; আমার কাছে একদিনের মধ্যে বিস্তারিত তথ্য নেই। নিরাপত্তা উপদেষ্টা এ বিষয়ে জানাতে পারবেন।”

আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে তিনি বলেন, “এতে সময় লাগবে। দীর্ঘমেয়াদী প্রস্তুতির সঙ্গে এগোতে হবে যাতে সমস্যার সমাধান করা যায়। চেষ্টা চলছে।”