১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পর্তুগালে সিডিবি’র প্রথম আনন্দ ভ্রমণে প্রবাসীদের মিলনমেলা

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন Casa Do Bangladesh (CDB)-এর উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত দিনব্যাপী আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হয়েছে। রোববার (৫ অক্টোবর) রাজধানী লিসবন থেকে অদূরে সান্তারাইম জেলার মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা Park Valada Ribatejo-তে অনুষ্ঠিত হয় এই উৎসবমুখর আয়োজন।

দিনব্যাপী এ ভ্রমণে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। শিশুদের জন্য ছিল আকর্ষণীয় খেলাধুলা ও কার্যক্রম, বড়দের জন্য ছিল ক্রীড়া, সঙ্গীত ও সুস্বাদু খাবারের আয়োজন। সারাদিন হাসি-আনন্দে মুখরিত থাকে পুরো পার্ক এলাকা।

Casa Do Bangladesh (CDB)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রনি হোসাইন, মাসুম আহমদ, ইকবাল আহমদ কাঞ্চন, শাহিন আহমদ, হাফিজ আল আসাদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স) এবং লাবনী খাতুন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, সাবেক সভাপতি রাসেল আহমেদ, সৈকত, ব্যবসায়ী জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন (নাহিদ), নুরুজ্জামান সেলিম, দিদারুল ইসলাম, মাহদি জয়, সাইফুল জয় এবং নারী উদ্যোক্তা মাহমুদা চৌধুরী প্রমুখ।

অতিথিরা বলেন, “CDB-র এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকা উচিত।”

আনন্দ ভ্রমণের আকর্ষণীয় পুরস্কারগুলো Atlantic Auto Repairs স্পনসর করে।

দিনের শেষে সঙ্গীত পরিবেশনায় সবাইকে মাতিয়ে রাখেন শামসুল ইসলাম, কাজী মাইনুল ইসলাম, গৌতম গুহ এবং ফারজানা আফরোজ বাধন।

আয়োজকরা বলেন, “প্রবাসে থেকেও নিজেদের ভ্রাতৃত্ব ও সংযোগ অটুট রাখতে আমরা এমন আয়োজন অব্যাহত রাখতে চাই।”

দিনব্যাপী এই আনন্দ ভ্রমণ সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীরা আয়োজকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।